
ছবি : সৌম্য দে
বর্ধমানের গোলাপবাগে বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত হাওয়া মহল। “দার উল বাহার” ছিল রাজাদের গ্রীষ্মকালীন রাজপ্রাসাদ যার পাশেই এই ছিল এই “হাওয়া মহল”। গ্রীষ্মের উষ্ণ আবহাওয়ায় রাজাদের সময় বিনোদনের স্থান ছিল এটি । মহারাজ মহাতাব চাঁদ এই হাওয়া মহল ,দার উল বাহার ও গোলাপ বাগ প্রতিষ্ঠা করেছিলেন । ২৮ প্রজাতির গাছ বসিয়ে এই অঞ্চলকে মনোরম বানিয়েছিলেন। এই হাওয়া মহলের চারপাশে একটি কৃত্তিম পরিখা আছে । ছোট ছোট নৌকার সাহায্যে এই হাওয়া মহলে পৌঁছাতে হয় ।

ছবি : সৌম্য দে

ছবি : সৌম্য দে
হুগলি জেলার গুরাপ নিবাসী সৌম্য দে মহাশয় এই সুন্দর ছবিগুলো আমাদের পাঠিয়েছেন । আপনারাও যদি আপনাদের তোলা বর্ধমানের সুন্দর ছবি পাঠাতে চান তবে আমাদের ইমেইলে আপনার নাম আর ছবির বর্ণনা দিয়ে পাঠিয়ে দিন ।
□ উপস্থনা : দিব্যসুন্দর কুণ্ডু □ ছবি : সৌম্য দে □ ইমেইল : [email protected]