বর্ধমান শহরের তথা সমগ্র বাংলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিকগুলি তুলে ধরতে সূচনা করা হলো এই নতুন বর্ধমানের নিজস্ব ওয়েবসাইট “ক্রমবর্ধমান”।বর্ধমান খুব প্রাচীন শহর, এর আনাচে কানাচে লুকিয়ে আছে ইতিহাসের রহস্যময় গাথা ও কাহিনী । বর্ধমান শহর রাঢ় বঙ্গের অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু : বাদশাহী নাম “শরিফাবাদ”… শরিফ অর্থাৎ “সম্ভ্রান্ত” । আমাদের শহর বর্দ্ধমান এর ঐতিহাসিক, সাংস্কৃতিক ,শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্যের মাধ্যমে এই শহরের ও বাইরের মানুষের সামনে আমাদের শহর বর্ধমানের নানা জানা অজানা তথ্য তুলে ধরাই উদ্দেশ্য । একই সঙ্গে ভালো প্রতিবেদন, নিবন্ধ, ফটোগ্রাফি , ছবি ইত্যাদির মাধ্যমে এই পেজ কে আরো সমৃদ্ধ করাও আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।
তবে আমরা কিছু জিনিস থেকে কঠোরভাবে দুরে থাকবো। সেগুলি হলো :
- যে কোনোরকম রাজনৈতিক তথ্য ও আলোচনা।
- কোনোরকম বর্ণবৈষম্যমূলক তথ্য ও আলোচনা।
- জাতিবিদ্বেষমূলক আলোচনা ও তথ্য।
- যেকোনোরকম বিতর্কিত তথ্য বা বিষয়।
- যে কোনোরকম প্রাপ্তবয়স্কমূলক ও অস্বস্তিকর বিষয়সমূহ।
- যে কোনোরকম কপি রাইটেড ভিডিও , ছবি, গান বা যেকোনো কপি রাইটেড বিষয়।
আপনারা যদি আপনার লেখা বর্ধমান সম্পর্কিত প্রতিবেদন , ঐতিহাসিক নিবন্ধ , ছবি বা ভিডিও পাঠাতে চান তবে এই ইমেইলে পাঠাতে পারেন [email protected] আপনার নাম ও ঠিকানা দিয়ে । আমরা আপনার নাম দিয়ে তা প্রকাশ করবো । আপনাদের সবার শুভকামনা ও আশীর্বাদে এই ওয়েবসাইট আরো সমৃদ্ধশালী হয়ে সাফল্যের চূড়ায় পৌঁছাবে এই আশা রাখি । আপনাদের প্রতিভা বিকশিত হোক এবং ক্রমবর্ধমান সমৃদ্ধ হোক ।